May 1, 2024, 7:06 pm
ব্রেকিং নিউজ

বান্দরবানে পোষা হাতি উদ্ধার, মাহুত আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, March 23, 2024
  • 31 দেখা হয়েছে

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার সরই এলাকা থেকে বনের কাঠ পরিবহন কাজে ব্যবহৃত একটি পোষা হাতি ও তার মাহুতকে আটক করেছে বনবিভাগ।

শনিবার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং খালের শিলাঝিরি থেকে ওই হাতিটি উদ্ধার করা হয়। লামা বনবিভাগের ডিএফও মো. আরিফুল হক বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
কয়েকটি হাতি ব্যবহার করে বনের কাঠ পাচারের অভিযোগ পেয়ে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিনের নির্দেশে লামা বনবিভাগের কর্মীরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাতিটি আটক করতে সক্ষম হয়। লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা রেজাউল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।

সবশেষ খবর অনুযায়ী সন্ধ্যায় পোষা হাতিটিকে ট্রাকে উঠিয়ে চুনুতি বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হয় এবং কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা রেজাউল ইসলাম।

দীর্ঘদিন যাবত শিলাঝিরি এলাকা থেকে বনের মূল্যবান কড়ই গাছ, চাম্পাফুল, জারুল, গর্জন, সেগুন, গামারী, জলপাই, চাপালিশ, হারগাছা, গোদাগাছসহ বিভিন্ন গাছ কেটে বড় বড় গোল টুকরাগুলো পোষা হাতি দিয়ে টেনে ট্রাক পয়েন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে বনের এসব মূল্যবান কাঠ চট্টগ্রামের লোহাগড়া হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার হচ্ছিলো। এর ফলে লেমুপালং খাল, শিলাঝিরিসহ আশপাশের পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় স্থানীয় জনগণ পানীয় জল সংকটসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102