May 3, 2024, 12:01 pm
ব্রেকিং নিউজ

হাটহাজারীতে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, March 13, 2024
  • 38 দেখা হয়েছে

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০টিতে নেই প্রধান শিক্ষক এবং ১০৩টিতে নেই সহকারী শিক্ষক। সবমিলে ১৪৩ শূন্য পদে কোনো শিক্ষক নেই।

এদিকে ৪০টি স্কুলে ক্লাস টিচারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। আবার এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিভিন্ন কর্মসূচিতে এবং অফিসিয়াল বিভিন্ন কাজে সময় দিতে হচ্ছে। ফলে ক্লাসের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

একজন শিক্ষককে দিনে প্রায় ৫/৬টি ক্লাস নিতে হয়। তারপর শূন্য পদের ও কোনো শিক্ষক ছুটিতে থাকলে তাদের ক্লাসগুলো উপস্থিত শিক্ষকদের নিতে হয়। এর ফলে উপস্থিত শিক্ষকদের উপরই চাপ পড়ে বেশি । এতে ক্লাস ফলপ্রসূ হচ্ছে না।

অন্যদিকে এমনও দেখা গেছে একস্কুলে হিন্দু ধর্মের শিক্ষক না থাকায় মুসলিম শিক্ষককে হিন্দু ধর্মীয় ক্লাস নিতে হচ্ছে ।

উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক না থাকাটা কোনো মতেই কাম্য নয়। আমি ব্যবস্থা নিচ্ছি। আর অন্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমন্বয়ের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102