April 27, 2024, 10:28 am
ব্রেকিং নিউজ

নগর জুড়ে ঘড়ি প্রতীকের গণজোয়ার, আবারও মেয়র হবেন সাক্কু!

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, March 7, 2024
  • 273 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
আবারও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে নির্বাচিত হবেন বলে আশা করছেন কুমিল্লা নগরীর সাধারন জনগন।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও দু’বারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে নগর জুড়ে চলছে অবিরাম প্রচার-প্রচারনা। বেঙ্গল টাইমস অনলাইন নিউজ পোর্টাল পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে মনিরুল হক সাক্কুর গনজোয়ার দেখে উঠান বৈঠকে একের পর এক হামলা, বিভিন্নস্থানে কর্মীদের মারধর এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। নির্বাচনকে সামনে রেখে টেবিল ঘড়ি প্রতীকের গণজোয়ার ঠেকাতে মরিয়া চেষ্টার অংশ হিসেবে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও তার সমর্থকরা। তারা বলছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে- মনিরুল হক সাক্কুর পক্ষে ততই গণজোয়ার সৃষ্টি হচ্ছে। প্রতিটি উঠান বৈঠক ও গণসংযোগে সাধারণ ভোটারদের ঢল নামছে। এসব দেখে প্রতিপক্ষ প্রার্থী ও তার সমর্থকদের মাথা নষ্ট হয়ে গেছে। এই গণজোয়ার ঠেকাতে তারা উঠেপড়ে লেগেছে। এজন্য একের পর এক হামলার ঘটনা ঘটছে।
সাক্কু বলেন, চারদিকে আমার গণজোয়ার দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এজন্য সন্ত্রাস করে বিজয়ী হতে চাইছে। বিভিন্ন স্থানে টেবিল ঘড়ির কর্মীদের ওপর হামলার পাশাপাশি ভোটারদের কেন্দ্রে যেতে ভয় দেখানো হচ্ছে। সারা শহরে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। পোস্টার লাগালে তা গায়েব করে দেয়া হচ্ছে।
সাক্কু নিজের কাজের ফিরিস্তি তুলে ধরে বলেন, “আমি মেয়র থাকাকালে অনেক কাজ করেছি। পরিকল্পিত নগরী গড়ে তুলতে মহাপরিকল্পনা, বড় বড় প্রকল্প গ্রহণ করে অর্থ বরাদ্দ করেছিলাম। গেল নির্বাচনে আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। এবার মেয়র নির্বাচন হলে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।“টানা দুইবার নির্বাচিত হয়ে আমি নতুন সিটি কপোরেশনকে সাজিয়েছি। আমি আধুনিক শহর গড়তে গত মেয়াদের শেষ সময়ে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতায় বড় বাজেট এনেছিলাম। এগুলো তারা কি করেছেন, আমি জানি না।”

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102