May 18, 2024, 11:21 am
ব্রেকিং নিউজ

শূন্য রানে ৬ উইকেট হারিয়ে যে রেকর্ড গড়ল ভারত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, January 3, 2024
  • 46 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :
কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে অলআউট করে বেশি সুবিধা করতে পারেনি ভারত। নিজেরা ব্যাটিংয়ে নেমে অলআউট ১৫৩ রানে।শুধু তাই নয়! ৪ উইকেটে ১৫৩ রান করা ভারত, এরপর আর কোনো রান যোগ করার আগেই হারায় ৬ উইকেট।

শেষ ৫ উইকেট জুটিতে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিজিতে দ্বিতীয় ইনিংসে ৩ রান তুলতে শেষ ৫ উইকেট হারিয়েছিল তারা। ১০ রানের নিচে শেষ ৫ উইকেট হারানোর ঘটনা এর আগে ছিল ১৫টি।

লুঙ্গি এনগিডির করা ৩৪তম ওভারেই শুরু হয় ভারতের ব্যাটিং ধস। এনগিডির সেই ওভারেই লোকেশ রাহুলের পর ফেরেন রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরা।

এনগিডির পর কাগিসো রাবাদাও এক ওভারে ৩ উইকেট নেন। ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি। এরপর মোহাম্মদ সিরাজ হন রান আউট, প্রসিধ কৃষ্ণা দেন ক্যাচ।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে স্কোর বোর্ডে কোনো রান যোগ হয়নি। উল্টো পড়ে যায় ৬ উইকেট। ভারত ৩৪.৫ ওভারে ১৫৩ রানে অলআউট হয়।

দলের হয়ে ৪৬ রান করেন কোহলি। ৩৯ রান করেন রোহিত। ৩৬ রান করেন শুভমান গিল। সাতজন ব্যাটসম্যান শূন্য রানে ফেরেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102