May 4, 2024, 11:23 pm
ব্রেকিং নিউজ

জমি দখল করতে এসে স্বর্ণের দোকানে লুটপাট

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, November 3, 2023
  • 59 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি :
ভালুকায় জমি দখল করতে গিয়ে জুয়েলারি দোকানে লুটপাট ও স্থানীয় ছাত্রলীগ অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জামিরদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। স্বর্ণের দোকান থেকে ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার জামিরদিয়া মৌজার ২০২ ও ২০৭নং দাগের কয়েক কোটি টাকা মূল্যের ৪১ শতাংশ জমি নিয়ে স্থানীয় আব্দুল হাই গংয়ের সঙ্গে তোফাজ্জল হোসেন গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে আব্দুল হাই দুটি ট্রাকে করে অস্ত্রশস্ত্রসহ প্রায় অর্ধশত ভাড়াটিয়া লোক নিয়ে বিরোধপূর্ণ জমির চারপাশে থাকা টিনের বেড়া গুঁড়িয়ে দেয়। এ সময় হামলাকারীরা স্থানীয় ছাত্রলীগ কার্যালয়েও হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে দেয়।

স্থানীয়রা টের পেয়ে চারপাশ ঘিরে ফেলে এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই বস্তা জুতাও উদ্ধার করা হয়। আটকরা হলেন সাকিল আহম্মেদ, রাকিব হোসেন, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম ও নাছির উদ্দিন। জুয়েলারির মালিকের ছোট ভাই রিফাত হোসেন বলেন, ‘দোকানে ঢুকে আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে শোকেস ভেঙে নগদ দেড় লাখ টাকা, ৮-১০ ভরি স্বর্ণসহ ১৫০ ভরি রুপা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অভিযুক্ত আব্দুল হাই বলেন, ‘আমি এসব বিষয়ে কিছুই জানি না। তোফাজ্জল হোসেন গং ২২ অক্টোরব আমার জমি দখল করে নিয়েছে। আমাকে ফাঁসানোর জন্য তারা এ ঘটনা সাজিয়েছে।’ থানার ওসি কামাল হোসেন জানান, পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102