May 18, 2024, 8:30 am
ব্রেকিং নিউজ

বাগেরহাটে মাছের পোনা অবমুক্ত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, September 2, 2023
  • 60 দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘীতে ৬ প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে ১২০ বিঘা আয়তনে ঘোড়া দিঘীর পূর্ব ঘাটে রুই, কাতলা, মৃগেল, শিং, গলদা চিংড়ি ও টেংরা মাছের পোনা অবমুক্ত করে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক।

ঘোড়া দিঘীতে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে এসময় খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক খান মো. জাহাঙ্গীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল আলম বলেন, দেশের মৎস্য সম্পদের মধ্যে চিংড়ি অন্যতম। এ কারনে চিংড়ি চাষীদের বীমার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এছাড়া চিংড়ি খাদ্য ও মানসম্মত পোনা সরবরাহ ও উৎপাদিত চিংড়ি যাতে চাষীরা সরাসরি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বিক্রি করেতে পারে সেজন্য সাথে কাজ করছে মৎস্য বিভাগ।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এরপর জেলা মৎস্য অফিসে শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102