May 18, 2024, 12:01 pm
ব্রেকিং নিউজ

এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, April 29, 2023
  • 62 দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই। যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী।

ওই কলেজ মাঠে সুধী সমাবেশে ডা. দীপু মনি বলেন, বিএনপিকে জয়ের গ্যারান্টি দিলে তারা নির্বাচনে আসবেন। উনারা একের পর পর এক ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে রয়েছে।

বক্তব্যের শুরুতে শিক্ষামন্ত্রী চরফ্যাশনের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, এখানে গ্রামের এক একটি পথসভা উপজেলার জনসভার চেয়েও বড় হয়েছে।

কলেজ অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মশিউার রহমান। উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ভোলার জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী, শেখ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিখ্ষকসহ আওয়ামী লীগ নেতারা।

 

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102