May 15, 2024, 12:33 pm
ব্রেকিং নিউজ

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, জনদুর্ভোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, February 17, 2023
  • 82 দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় খড়িয়া মিলন বীথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে রাস্তা পাকা করা হয়েছে। এ কারণে চরম জনদুর্ভোগ তৈরি হয়েছে।

উপজেলার লস্করখড়িয়া গ্রামসহ কয়েকটি গ্রামে যাতায়াতের গুরুত্বপুর্ণ আঞ্চলিক সড়ক মিলন বীথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এ সড়ক। যে সড়কের মাঝখানে রয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি, যা অপসারণ না করেই ইটের রাস্তা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জেলা ছাত্রলীগ নেতা সুমন মন্ডল জানান, গ্রামবাসীর চলাচলের জন্য চার মাস আগে সড়কটি পাকা করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সড়কটির মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। তা না সরিয়ে পাকা করায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির জোনালে ডিজিএম বলেন, খুঁটি সরানোর জন্য লিখিত কোনো আবেদন পেলে পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান খান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102