May 15, 2024, 5:32 pm
ব্রেকিং নিউজ

লেগ স্পিনার খোঁজার মিশনে নামছে বিসিবি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, February 17, 2023
  • 67 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশগুলোতে লেগ স্পিনার থাকলেও বাংলাদেশের কেউ নেই। জাতীয় দলে বেশ কয়েকজন লেগ স্পিনার খেললেও এখন পর্যন্ত জায়গা পাকা করতে পারেননি কেউই। যে কারণে এবার লেগ স্পিন হান্টে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব প্রোগ্রাম পদে দায়িত্ব গ্রহণ করেছেন ডেভিড মুর। মূলত মুরের চাওয়াতেই লেগ স্পিনার খোঁজার কাজ করবে বিসিবি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনাল শেষে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘বিপিএল কিংবা কোনো লিগেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে লেগ স্পিনার খুঁজতে সারাদেশে হান্টিং শুরু করার কথা জানিয়েছে। প্রতিটি জেলা ও বিভাগ অনুযায়ী এই হান্টিং চলবে। পরে সেখান থেকে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আমার দৃঢ় বিশ্বাস আশাকরি আমরা কয়েকটা ছেলে তো পাবোই।’

পাপন আরও বলেন, ‘হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। তবে এখনই জাতীয় দলে খেলতে পারবে এমন ছেলে পাবো না। আমরা যদি পটেনশিয়ালিটি আছে এমন কাউকে পাই, তাদের ভালো কোচের অধীনে ৬ মাসের অনুশীলনে যুক্ত করতে পারি। এতে এক বছর পরে হলেও আমরা একজন ভালো লেগ স্পিনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই চেষ্টাটাই করবো।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102