May 2, 2024, 10:15 pm
ব্রেকিং নিউজ

‘ফুটবল বিশ্ব একজন নায়ককে হারাল’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, December 29, 2022
  • 66 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :
কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে শোক জানিয়েছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি।পেলেকে নিয়ে এক টুইটবার্তায় রবার্ট লেখেন, আপনি শান্তিতে ঘুমান, চ্যাম্পিয়ন। স্বর্গে একটি নতুন তারকা আছে এবং ফুটবল বিশ্ব একজন নায়ককে হারাল।পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো পেলের মৃত্যুর খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সকল ব্রাজিলিয়ানদের প্রতি আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন আরন্তেস দো নাসিমেন্তোর পেলের পরিবারের প্রতি।

তিনি আরও লেখেন, চিরন্তন রাজা পেলের ‘নিছক বিদায়’ যে ব্যথা পুরো ফুটবল বিশ্বকে আলিঙ্গন করেছে তা প্রকাশ করার জন্য কখনই যথেষ্ট নয়।

পর্তুগিজ তারকা আরও লেখেন, ‘বিশ্ব ফুটবলের জন্য পেলে ছিলেন জীবন্ত অনুপ্রেরণা। তিনি আমাদের কাছ থেকে চিরকালের জন্য বিদায় নিলেন।’

রোনালদো আরও লেখেন, পেলে সবসময় আমার জন্য যে স্নেহ দেখিয়েছেন। তাকে কখনই ভোলা যাবে না এবং তার স্মৃতি আমাদের প্রত্যেক ফুটবলপ্রেমীর মধ্যে চিরকাল বেঁচে থাকবে। শান্তিতে বিশ্রাম নিন, রাজা পেলে।

ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই পেলেকে বিশ্বের সেরা ফুটবলার বলে থাকেন। তিনি ৬৯৪ ম্যাচে অংশ নিয়ে ৬৫০ গোল করেন। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে অংশ নিয়ে করেন ৭৭ গোল।

ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার পেলের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা।

শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।

গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের বরাতে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102