May 18, 2024, 3:58 pm
ব্রেকিং নিউজ

চাঁদা আদায় দুইজনকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, December 28, 2022
  • 61 দেখা হয়েছে

 মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছায় টাঙ্গাইল-ময়মনসিংহ, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করা যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করার দায়ে দুইজনকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার স্থানীয় বাসিন্দা সুমন চক্রবর্তী (৩০) ও মো. হেলাল উদ্দিন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তথ্যে জানা গেছে, বুধবার বিকালে মুক্তাগাছার পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এবং নতুন সাহেববাজার এলাকায় মহাসড়কে চলমান যানবাহন থেকে জোরপূর্বক টাকা তুলছিলেন দুই যুবক। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের হাতেনাতে ধরে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান যুগান্তরকে জানান, মুক্তাগাছা পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহন থেকে চাঁদা আদায়ের দায়ে দুইজনের ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102