May 18, 2024, 3:03 pm
ব্রেকিং নিউজ

চাঁদার দাবীতে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের বিচার দাবিতে মিছিল ও মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 26, 2022
  • 62 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালের বগার বাজারের নিরঞ্জন দেবনাথের নিকট দশ লাখ টাকা চাঁদা না পেয়ে তাঁর দোকানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বগারবাজার ব্যবসায়ি সমিতি।

রোববার দুপুরে ত্রিশাল উপজেলার বগারবাজারে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান সুরঞ্জন দেবনাথ বলাই, বগারবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আবু সাঈদ ফকির, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, রতন মাস্টার, ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ হাসেম ও আব্দুস সোবহান, ব্যবসায়ি মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ। পরে বিক্ষোভ একটি বিক্ষোভ মিছিল বগারবাজার প্রদক্ষিণ করে।

ভূক্তভোগী নিরঞ্জন দেবনাথ অভিযোগ করেন, গুজিয়াম মৌজার বগারবাজারে ২৬ শতাংশ জমির মালিক তিনি। উক্ত জমি দীর্ঘদিন ভোগ দখল করেছেন। প্রতিপক্ষরা একই জমির পাওয়ার অব অ্যাটর্নি ও পৃথক দলিলমূলে দশ লাখ টাকা দাবি করে।

টাকা দিতে অস্বীকার করায় গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে তার দোকানে হামলা চালিয়ে পাঁচ লাখ টাকার মালামাল লুট এবং বুলড্রেজার দিয়ে দোকানঘর ভেঙে ফেলে। এব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102