May 9, 2024, 12:52 pm
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির ‘তৃণমূল মানুষের জন‍্য’ শিল্প ও সংস্কৃতি শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 26, 2022
  • 88 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং সদর উপজেলা শিল্পকলা একাডেমির উদ‍্যোগে ‘তৃণমূল মানুষের জন‍্য’ শিল্প ও সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে নানা কর্মসূচির মধ্য দিয়েই শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতীয় ও স্হানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা, নৃত্য পরিবেশন, সাপের খেলা প্রদর্শন, নৌকা বাইচ বিষয়ক উপস্থাপন, আদিবাসী নৃত্য পরিবেশন, বাগাই শিনন্যী পরিবেশন, সুনামগঞ্জ জেলার পরিচিতি মূলক উপস্থাপন, সম সাময়িক আবৃত্তি ,নাটিকা প্রদর্শন ও দলীয় ধামাইল পরিবেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সুনামগঞ্জ সদর উপজেলা শিল্প কলা একাডেমির সভাপতি সালমা পারভীন।
অনুষ্ঠান পরিচালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল পাবেল, জেলা শিশু বিষয়ক অফিসার বাদল চন্দ্র বর্মন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, তূলিকা ঘোষ চৌধুরী, প্রমুখ।
সংগীতা অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাষক শাহিনা চৌধুরী রুবী। পরে সংগীত, ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন, সুনামগঞ্জ শিল্প সংস্কৃতি সমৃদ্ধ একটি জেলা। এই সুনামগঞ্জ জেলায় অনেক কবি, লোক কবি, লেখক, সাহিত‍্যিক ও গবেষকের জন্ম হয়েছে। তাঁদের লেখনি সংরক্ষণ, চর্চা রাখা বিষয়টি আমাদের গুরুত্ব দিতে হবে। এ জেলার শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে সকলে মিলে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102