May 9, 2024, 2:34 am
ব্রেকিং নিউজ

সাংবাদিকদের সঙ্গে দেশসেরা চেয়ারম্যান সোহেলের মতবিনিময়

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, October 20, 2022
  • 75 দেখা হয়েছে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি সাফল্যের পেছনের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্য পেতে তিনি পরিবার পরিকল্পনা বিভাগ মসজিদের ইমামসহ বিভিন্ন কমিউনিটি এবং সাধারণ মানুষদের নিয়ে উঠান বৈঠক করেন। এখন দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নোয়াপাড়া ইউনিয়নকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে অনুসরণ করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে দেশের দুটি ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়; এর মধ্যে নোয়াপাড়া ইউনিয়ন একটি। বিশেষ অবদান রাখায় সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান ও ইউনিসেফ বাংলাদেশের অফিসার ইনচার্জ ডা. সাজা ফারুক আব্দুল্লাহ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102