May 14, 2024, 5:42 pm
ব্রেকিং নিউজ

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৬ শতাধিক মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 19, 2022
  • 71 দেখা হয়েছে

শরীফ উদ্দিন, দ. আফ্রিকা থেকে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে। অন্তত ১৪ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। প্রায় দুই লাখের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশটির মানবিক বিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেছেন, গত সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ৫০০ জন। কিছু রাজ্য সরকার বন্যার প্রস্তুতি গ্রহণ না করায় ১৬ অক্টোবর রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬০৩ হয়েছে। পাশাপাশি বন্যায় ৮২ হাজারের বেশি ঘরবাড়ি এবং প্রায় দুই লাখ ৭২ হাজার একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এ বন্যা প্রবল দুর্যোগে রূপ নিয়েছে। সতর্ক করা সত্ত্বেও অনেক রাজ্য পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না নেওয়ায় এমন হয়েছে।

বন্যার জন্য ভারি বর্ষণ আর জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে সরকার। তবে পরিকল্পনার অভাব এবং অপরিকল্পিত অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নাইজেরিয়ায় বন্যা মাঝে মধ্যেই হয়, তবে এবারের বন্যার মাত্রা অনেক বেশি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নভেম্বরের শেষনাগাদ এ বন্যা থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

২০ কোটির বেশি মানুষের দেশ নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের ২৭টিই এবারের বন্যায় আক্রান্ত হয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। দেশটিতে ২০১২ সালে বন্যায় ৩৬৩ জন প্রাণ হারিয়ে ছিলেন। তখন ২১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102