May 8, 2024, 9:24 pm
ব্রেকিং নিউজ

কাপ্তাইয়ের দু:স্থ পরিবার কে ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করেন- সাংসদ দীপংকর তালুকদার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, April 8, 2024
  • 42 দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার রাঙামাটি:

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যেগের জাতীয় সমাজকল্যান পরিষদ হতে প্রাপ্ত গরীব, অসহায়, দু:স্থ পরিবার, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী,শিক্ষার্থী অসহায় এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় ১ শত ৯৩ জন শিক্ষার্থীকে প্রতিজন ২ হাজার টাকা করে এবং ১ শত ৯৩ জন অসহায় পরিবারকে পরিবার প্রতি ২ হাজার টাকা করে সর্বমোট ৭ লাখ ৭২ হাজার টাকা নগদ প্রদান করেন।

সোমবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টাকা তুলে দেন জাতীয় সংসদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।
এসময় তিনি বলেন, সামাজিক নিরাপদ বেষ্টনির আওতায় আজকে অসহায় শিক্ষার্থী এবং অসহায় পরিবারের মাঝে এই টাকা বিতরণ করা হয়েছে। সারাদেশের অর্থনৈতিক মন্দার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে সূত্রে জানা যায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

আরো, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, শিক্ষার্থী উনুচিং মারমা এবং উপকারভোগী শাহেদুল ইসলাম।

চেক বিতরণ অনুষ্ঠান জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং রাজনৈতিক এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102