May 2, 2024, 11:47 pm
ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রে ভূমিকম্প আঘাতে জাতিসঙ্ঘের ব্রিফিং বাধাগ্রস্ত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, April 5, 2024
  • 30 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ওই এলাকা। ভূমিকম্পে নিউইয়র্কে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাধাগ্রস্ত হয়।শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম এক্সে জাতিসঙ্ঘের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ‘সেভ দ্য চিলড্রেন’ সংস্থার প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জান্তি সোয়েরিপ্টো যখন নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং করছিলেন তখন হঠাৎ কূটনীতিকরা জাতিসঙ্ঘ ভবনে ভূমিকম্পের কম্পন অনুভব করেন।

এ সময় জান্তি সোয়েরিপ্টো জিজ্ঞেস করেছিলেন, ‘এটা কি ভূমিকম্প?’

প্রতিবেদনে আরো বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর নিউইয়র্কের পূর্বঞ্চলীয় বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো ব্লগিং সাইটে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, ‘পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি নিরূপণ করছে আমার দল। আমরা এ ব্যাপারে সাধারণ মানুষকে আরো অবহিত করব।’

নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পুরো শহর জুড়ে ভূমিকম্পের সাইরেন বেজে ওঠে।

সূত্র : নিউইয়র্ক টাইমস ও এনডিটিভি

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102