May 2, 2024, 8:17 pm
ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রে রাতের আকাশে আচমকা ‘রহস্যময়’ আলো!

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, April 5, 2024
  • 24 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে রাতের আকাশে ‘রহস্যময়’ আগুনের ফুলকি দেখা গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) গভীর রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৭০ মাইল দূরে মোরেনো ভ্যালিতে এ ‘আগুনের ফুলকি’ দেখা যায়। মোবাইল ক্যামেরায় ধারণ করা এর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর, এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। সংবাদ ফক্স নিউজের।

মঙ্গলবার (২ এপ্রিল) গভীর রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রাতের আকাশে আচমকা ‘আগুনের ফুলকি’র দেখা মেলে। যেন আগুনের গোলা বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তা আকাশেই বিলীন হয়ে যায়। মুহূর্তের মধ্যে অনেকেই মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে ফেলেন সেই চিত্র; যা নেট পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। কোথা থেকে আসল সেই আগুনের গোলা?- তা নিয়ে চলছে বিভিন্ন বিশ্লেষণ।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৭০ মাইল পূর্বে মোরেনো ভ্যালির আকাশে উড়তে থাকা আগুনের ওই গোলার কারণ সম্পর্ককে কেউই সঠিক তথ্য দিতে পারছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, ‘হয়তো ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে স্পেসএক্স ফ্যালকন-নাইন রকেট উৎক্ষেপণের ধ্বংসাবশেষ সেগুলো।’ আবার কেউ কেউ বলছেন, ‘এটি চীনা শেনঝো-ফিফটিন অরবিটাল মডিউল রকেট থেকে ছোড়া হতে পারে; যে রকেটটি লস অ্যাঞ্জেলেসের কাছে পুনরায় ঢুকার পূর্বাভাস দেয়া হয়েছিল।’

এ ব্যাপারে নাসার কাছে জানতে চাওয়া হলেও তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণ সংস্থা এফ-এ.এ জানায়, ওই এলাকার আকাশে বিমানের অস্বাভাবিক কোন ঘটনার সংবাদ তারা পাননি।

তবে, যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী স্পেসডটকমকে জানান, তার বিশ্বাস, আগুনের এ গোলা চীনা অরবিটাল মডিউল থেকে এসেছে। যার মাধ্যমে ২০২২ সালের নভেম্বরে তিন মহাকাশচারীকে তিয়াংগং মহাকাশ স্টেশনে পাঠানো হয়।

সূত্র-সিএন

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102