May 7, 2024, 3:30 pm
ব্রেকিং নিউজ

দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, April 4, 2024
  • 33 দেখা হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দৌলতদিয়া প্রান্তে ঢাকা ফেরত যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে ঢাকাফেরত যাত্রীদের লঞ্চে উপচেপড়া ভিড় দেখা যায়।

গাজীপুরের পোশাক শ্রমিক সালেহা বেগম বলেন, আমাদের ছুটি হতে আরও কয়েক দিন দেরি হবে। হঠাৎ বাড়িতে মা অসুস্থ হওয়ায় মালিকের কাছ থেকে ছুটি নিয়ে আগেভাগেই বাড়ি চলে এসেছি।

রাজবাড়ীর পাংশায় ঢাকাফেরত যাত্রী সুমন শেখ বলেন, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ঘাটে ভোগান্তির আগেই পরিবারের লোকজন নিয়ে একটু আগেভাগেই বাড়িতে যাচ্ছি। সেখানে সবাই মিলে ঈদ করব।

এ বিষয়ে দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতির ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, প্রতিটি লঞ্চে আমাদের যাত্রী সংখ্যা নির্ধারণ করা আছে। সেই নির্ধারণের বাইরে বাড়তি কোনো যাত্রী পার করার সুযোগ নেই। একটু আগে পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি লঞ্চে ১৫০ যাত্রী পার করার কথা থাকলেও আমরা সেখানে ১শ জন যাত্রী পার করেছি। বর্তমানে দৌলতদিয়া লঞ্চঘাটে ১৭টি লঞ্চ চলাচল করছে। আরও তিনটি লঞ্চ বহরে রাখা হয়েছে, যাত্রীর সংখ্যা বাড়লে সেগুলো ব্যবহার করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102