May 7, 2024, 6:55 pm
ব্রেকিং নিউজ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের সঙ্গে ‘বডি ওর্ন ক্যামেরা’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, April 4, 2024
  • 29 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াতে নিশ্চয়তা দিতে গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ ব্যতিক্রম উদ্বেগ নিয়েছে। দায়িত্বরত পুলিশ সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে ও পুলিশ সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণের জনগণের সঙ্গে পুলিশের আচরণও বিশ্লেষণ করার জন্য এ উদ্বেগ নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, আজ থেকে মানুষ ঘরমুখো ফিরতে শুরু করেছে। পর্যায়ক্রমে ঘর ফেরা মানুষের সংখ্যা আরও বাড়তে থাকবে। তবে ৬ থেকে ৮ এপ্রিল ঈদযাত্রায় ঘর ফেরা মানুষের ব্যাপক চাপ থাকবে মহাসড়কে। এজন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও সার্বিকভাবে নেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন বলেন, মহাসড়কের কয়েকটি স্থান পর্যবেক্ষণ শেষে দেখা গেছে, গাবতলী থেকে নবীনগর ও নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। এজন্য এ সড়কে যান চলাচল কিছুটা ধীরগতি হতে পারে। তাই এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কয়েক দফা সড়ক ও জনপথসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। পরে তারা সড়ক থেকে নির্মাণ কাজে ব্যবহৃত বেশ কিছু মালামাল অপসারণ করেছে। পাশাপাশি সড়ক ঘেরাও করে কয়েক জায়গায় নির্মাণ কাজ করছিলেন সেগুলোও পরিষ্কার করা হয়েছে। এছাড়া আরও কিছু জায়গা থেকে তাদের ব্যবহৃত মালামাল সরিয়ে দিবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে করে যানজটের কোনো আশঙ্কা থাকবে না।

এছাড়া তিনি আরও বলেন, সার্বিক বিষয় চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যারা সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করি, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশের মতো, প্রযুক্তি কিন্তু সব সময় আমাদের সেবার মানকে উন্নত করে, দক্ষতাকে বৃদ্ধি করে। এবারো আমরা বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা বিশেষ করে ড্রোনের ব্যবহার করছি। যেখানে যেখানে যানজট হতে পারে, সেই সব জায়গায় ড্রোন থাকবে, ক্যামেরা থাকবে। ঈদকে কেন্দ্র করে মলম পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত অনেক অপরাধী গ্রেফতার করা হয়েছে।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102