May 17, 2024, 7:58 am
ব্রেকিং নিউজ

খুলনায় চাঞ্চল্যকর হত্যা মামলার বাবলু মোড়ল গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, March 18, 2024
  • 50 দেখা হয়েছে

ইমরান মোল্লা:

চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বাবলু মোড়ল’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ভিকটিম আজিজ গাজি (৬০) এর সাথে আসামী মোঃ বাবলু মোড়ল (৩৫) খুটিনাটি বিষয়কে কেন্দ্র করিয়া বিবাদ চলিয়া আসিতেছে। গত ১৩/০২/২০২২ ইং তারিখ সকালে ভিকটিম আজিজ গাজি মৎস্য ঘেরের পানিতে জাল পরিস্কার করার সময় আসামী মোঃ ইব্রাহিম মোড়ল কুটক্তি করিতে থাকে তখন আজিজ মোড়লের সাথে আসামী ইব্রাহিম মোড়লসহ ও অন্যান্য আসামীদের বাকবিতন্ডা হয়। পরে মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে আসামীরা পিছন থেকে আজিজ গাজিকে হত্যার উদ্দেশ্যে আধলা ইট ছুড়ে মারে। আসামীদের ছোরা আধলা ইট আজিজ গাজর মাথার পিছনে লাগিলে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে বমি করিতে থাকে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। খুলনা মেডিকেল কলেজের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা গুরুতর করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ ২০২৪ তারিখ র‌্যার-৮, সিপিসি-৩ এবং র‌্যার-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ০২ নং আসামী বাবলু মোড়ল (৩৫) পলিয়ে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ বিকাল ১৬.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকা অভিযান পরিচালনা করে আসামী বাবলু মোড়ল (৩৫), পিতা- মোঃ রজব আলী মোড়ল, সাং- পুইজালা, থানা- আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার আশাশুনি হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102