May 8, 2024, 6:36 am
ব্রেকিং নিউজ

আত্রাইয়ে শিশু, গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, March 12, 2024
  • 34 দেখা হয়েছে

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আহবানে ১৭ মার্চ জাতীয় শিশু, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
সোমবার( ১১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে সভা হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমসহ জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ ও ২৫ মার্চ সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও গণকবরে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা এবং ২৬ মার্চ সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি অন্তে পুস্পস্তবক অর্পণ করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জাতীয় অনুষ্ঠানগুলো আমাদের সকলের উল্লেখ করে অনুষ্ঠানে সবার অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102