May 4, 2024, 2:41 am
ব্রেকিং নিউজ

আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, March 2, 2024
  • 69 দেখা হয়েছে

আল আমিন মিলন, আত্রাইপ্রতিনিধি:

“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” প্রতিপাদ্যে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
দিবস উপলক্ষে ২ মার্চ শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউএনও সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে দিবসের তাৎপর্য তুলেধরেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, নাজমুল হক নাদিম, নির্বাচন অফিসার ফেরদৌস আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক সুমন বলেন, ভোট হলো নাগরিক অধিকার। নির্বাচনের দ্বারা ক্ষমতার পালাবদলের হাতিয়ার। গনতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে জনসাধারণ, বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৮ সাল থেকে প্রতিবছর জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। এছারা গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় খুঁটি ভোটাধিকার উল্লেখ করে এতে জনগনের মতামতের প্রতিফলন ঘটে মর্মে অভিমত ব্যক্ত করেন।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102