May 17, 2024, 6:36 am
ব্রেকিং নিউজ

উদ্বোধন হলো জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম কমপ্লেক্স

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, February 17, 2024
  • 48 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম (মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা) কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কমপ্লেক্সের উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম।

রাজধানীর উত্তরার উত্তরখানে মেডিকেল রোড চানপাড়ায় গড়ে উঠেছে এ কমপ্লেক্স। একসঙ্গে ৫০০ এতিমের বিনামূল্যে ইসলামিক শিক্ষা কার্যক্রমের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধন অনুষ্ঠানে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, নুরুল ইসলাম সাহেবকে একদিন আমি বলেছিলাম- তোমাকে আমি একটা কথা বলতে চাই। জবাবে উনি বলেছিলেন, ‘তুমি মাঝে মাঝে আমাকে বলো, কথা বলতে চাও; কী কথা? বলো’। তখন তাকে বলেছিলাম, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। জবাবে বললেন, ‘আমি মানুষকে এত কিছু দিই, সবার জন্য কাজ করি। আবার তুমি আমাকে কী উপহার দেবে’? জবাবে বলেছিলাম, তোমার দেওয়া বাজারের বরাদ্দ থেকে সঞ্চয় করে কিছু টাকা জমিয়েছিলাম। পরে ওই টাকা দিয়ে উত্তরখানে একটা জায়গা কিনেছি। জায়গার পরিমাণ সাড়ে ১৪ কাঠা। আমি ওই জায়গা তোমাকে উপহার দিতে চাই। উনি বললেন, ‘আমার এত জায়গা, এত সম্পদ; তারপরও তুমি কষ্ট করে কেন এসব জায়গা কিনতে গেলে? আমি কিন্তু খুশি হতে পারলাম না’। জবাবে বলেছিলাম, আমার পরিবারের সদস্যরা সেখানে জায়গা কিনেছে? ওদের অনুরোধে আমিও কিছু জায়গা কিনেছি। তবুও অনেক দূর হওয়ায় তিনি বললেন, ‘তোমার এ কাজে আমি বেশি খুশি হতে পারলাম না’।

তিনি বলেন, এতদিন পর এসে সেই জায়গায় নুরুল ইসলামের নামে মসজিদ, মাদ্রাসা ও এতিমদের পড়ার সুযোগ তৈরি হওয়ায় সেখানে দাঁড়িয়ে কথা বলছি। আমার অবাক লাগছে- যেখানে জমি কেনার কোনো প্রয়োজন ছিল না। স্বজনদের অনুরোধে কিনেছি। যাকে উপহার দিতে চাইলাম, তিনি খুশি হলেন না। আবার সেখানে তৈরি করলাম তার নামে মসজিদ ও মাদ্রাসা। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার কি কুদরত। তিনি আমাকে দিয়ে এটা করাবেন বলে, এই জমি আমাকে কেনার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ হয়তো চেয়েছেন, তোমার স্ত্রীকে তুমি জীবনে অনেক কিছু দিয়েছো। আর তোমার স্ত্রী শেষ জীবনে তোমাকে এমন কিছু দান করবে, যেটা তোমার অনন্ত জীবনে প্রশান্তির কারণ হবে। এখানে মসজিদ, মাদ্রাসা ও এতিমদের পড়ার সুযোগ করতে পারব-সেটা আমিও কখনো চিন্তা করতে পারিনি। আল্লাহ চেয়েছেন বলেই আমাকে দিয়ে তার জন্য এটা করিয়েছেন।

জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম কমপ্লেক্সের প্রকল্পপ্রধান তোফায়েল গাজালি যুগান্তরকে বলেন, চার তলাবিশিষ্ট এ কমপ্লেক্সে থাকছে মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা। প্রতিষ্ঠানটি নুরুল ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, আমাদের এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে জীবন ও সমাজে সর্বত্র নেতৃত্ব দিতে পারবেন। কারণ এখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় গড়ে তোলা হবে শিক্ষার্থীদের। এতে এখান থেকে বেরিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় ও পেশায় যেতে পারবে। এর মধ্য দিয়ে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন পূরণ হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102