May 18, 2024, 7:25 pm
ব্রেকিং নিউজ

পাসপোর্ট পেলেন মালয়েশিয়া প্রবাসী আড়াই লাখ বাংলাদেশি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, January 23, 2024
  • 51 দেখা হয়েছে

মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়া প্রবাসী প্রায় আড়াই লাখ বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় এ পর্যন্ত প্রায় এক বছরে এসব পাসপোর্ট বিতরণ করছে বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। অনিয়মিত অভিবাসী শ্রমিক নিয়মিতকরণ (রিক্যালিব্রেশন ২.০) কর্মসূচিকে সামনে রেখে পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউজ থেকে যৌথভাবে সরাসরি এসব পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

সূত্র জানায়, গত বছরের ২৭ জানুয়ারি দেশটিতে অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব ৩১ ডিসেম্বর শেষ হলেও এর বৈধকরণ প্রক্রিয়া ৩১ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশি পরিচয়ে ট্রাভেল পারমিট নিতে গিয়ে আটক ৩ রোহিঙ্গা : বাংলাদেশি পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে গিয়ে তিন রোহিঙ্গা ধরা খেয়েছে। সোমবার তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও শামসুল আলম।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102