May 2, 2024, 11:54 pm
ব্রেকিং নিউজ

সংসদে বিরোধী দল হিসেবে আমরাই দায়িত্ব পালন করবো : জিএম কাদের

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, January 21, 2024
  • 48 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিএম কাদের বলেছেন, ‘আইন অনুযায়ী আমরা ১১ জন এমপি একক দল হিসেবে নির্বাচিত হয়েছি। সংসদে বিরোধী দল হিসেবে আমরাই দায়িত্ব পালন শনিবার সকালেই জাতীয় পার্টির সংসদীয় দলের সভার সিদ্ধান্ত রেজুলেশন আকারে স্পিকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি, সংসদ বসার আগেই আইন অনুযায়ী জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে ঘোষণা দেওয়া হবে।’

শনিবার (২০ জানুয়ারি) বিকালে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর স্কাইভিউ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিএম কাদের বলেছেন, ‘আইন অনুযায়ী আমরা ১১ জন এমপি একক দল হিসেবে নির্বাচিত হয়েছি। সংসদে বিরোধী দল হিসেবে আমরাই দায়িত্ব পালন শনিবার সকালেই জাতীয় পার্টির সংসদীয় দলের সভার সিদ্ধান্ত রেজুলেশন আকারে স্পিকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি, সংসদ বসার আগেই আইন অনুযায়ী জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে ঘোষণা দেওয়া হবে।’

শনিবার (২০ জানুয়ারি) বিকালে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর স্কাইভিউ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংখ্যা বিবেচনায় না নিয়ে আমাদেরই জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করার সকল ধরনের সক্ষমতা রয়েছে। ইতোমধ্যে সংসদীয় দলের সভা করে আমাকে বিরোধী দলের নেতা, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা এবং মহাসচিব চুন্নুকে বিরোধী দলের চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে। আশা করি, সংসদ অধিবেশনের আগে অথবা অধিবেশনের শুরুতেই আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার বিষয়টি অনুমোদন দেবেন স্পিকার।’

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘এ ব্যাপারে আমাদের সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। আমরা আশা করছি, সংসদে সংখ্যায় কম হলেও আমাদের দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হবে।’

জাতীয় পার্টিতে ভাঙনের আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পর যারা ভুল বুঝেছিলেন তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। ফলে আমাদের দলে আর কোনও সংকট বা আশঙ্কা নেই। যারা বিভিন্ন মিথ্যা গুজব আর কল্পকাহিনীকে বিশ্বাস করেছিল পরে তারা নিজেরাই দেখেছে এসব কোনোটাই সত্য নয়। ফলে তারা আসল সত্যটি জানতে পেরেছেন।’

তিনি দাবি করেন, ‘১৯৯০ সালে জাপা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকেই দলকে ভাঙা, দলের বিরুদ্ধে গ্রুপিং-বিভাজন করার ষড়যন্ত্র করা হয়েছে। তবে এবার জাপা আবারও কোমর সোজা করে দাঁড়াবে এবং দেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে পরিণত হবে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের কো-চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর জিএম কাদেরের এটাই প্রথম রংপুর সফর। পাঁচ দিনের সফরে তিনি রংপুরে এসেছেন। এ সময় তার নির্বাচনি এলাকার সকল স্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

১৯-২০ জানুয়ারি অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাছান মাহমুদ।

আগামী ২১-২২ জানুয়ারি অনুষ্ঠেয় জি-৭৭’র দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বও দেবেন তিনি।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ তারেক পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরের আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি উল্লেখ করে ১৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মাহমুদ বলেন, এটি তিন দিনের সফর হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি এ সফর করবেন। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই এ বিষয়ে যাবে না।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102