April 28, 2024, 9:49 am
ব্রেকিং নিউজ

উত্তরের ৩ জেলায় শৈত্যপ্রবাহ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, January 3, 2024
  • 40 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
পৌষের মাঝামাঝি শীত জাঁকিয়ে বসেছে দেশের বিভিন্ন স্থানে। দেশের উত্তর জনপদে বরাবরের মতো এবারও শীতের প্রকোপ বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তরের তিন জেলায় শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এ অবস্থা থাকতে পারে আরও দুই দিন। শুধু উত্তরাঞ্চল নয়, দেশের আরও তিন বিভাগে তাপমাত্রা কমেছে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা সামান্য বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার সকালে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, তিন জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুই দিন এ অবস্থা থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে গড় তাপমাত্রা অপরিবর্তিত আছে। তবে ঢাকা ও সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102