April 27, 2024, 8:35 pm
ব্রেকিং নিউজ

চা ঢেলে শিশুর শরীর ঝলসে দিয়েছে নৌকার সমর্থকরা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, December 28, 2023
  • 37 দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লালচান আলী (১২) নামে এক শিশুর শরীরে গরম চা ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় নির্বাচনি এলাকা চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরদনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত শিশু লালচান মরদনা গ্রামের সুমন আলীর ছেলে। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আলমগীর কবির বলেন, গরম চায়ে শিশুটির শরীর ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়েছি, অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে।

আহত লালচানের মা মানসুরা বেগম অভিযোগ করেন, অন্য ছেলেদের সঙ্গে আমার ছেলে লালচান নৌকার অফিসে চা খেতে চায়। এ সময় তারা বলে ‘চা খাবি, নে জন্মের চা খা’ বলে চা না দিয়ে আমার ছেলের গায়ে চা ঢেলে দেয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হক অভিযোগ করে জানান, শিশু লালচানের পিতা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। শিশুটি ভুল করে বাড়ির পাশে নৌকার অফিসে যায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামে এক যুবক শিশুটির শরীরে গরম চা ঢেলে দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।

শিবগঞ্জ পৌরসভার মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই সৈয়দ মনিরুল ইসলাম বলেন, একজন শিশু কোনো অন্যায় করতে পারে না। নৌকার সমর্থকরা এতটাই বেপরোয়া হয়েছে তার উদাহরণ শিশুর প্রতি সহিংসতা। প্রশাসনের উচিৎ নাশকতাকারী, সহিংসতাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা বলেন, একজন শিশু যেকোনো প্রার্থীর প্রচার অফিসে যেতেই পারে। সে তো কোনো দল বোঝে না। তারপরও শরীরে গরম চা ঢেলে চরম অন্যায় করেছে। শিশুটি এখন মৃত্যুর মুখে রয়েছে। ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল মোবাইল ফোনে জানান. সেখানে ট্রাক প্রতীকের অফিসের পাশে নৌকার নতুন নির্বাচনি ক্যাম্প করা হয়েছে। ওখানে চারটি ছেলে চা খাচ্ছিল, হুড়াহুড়ি করতে গিয়ে সবার গায়ে চা পড়েছে। তিনজন হলো নৌকার সমর্থক, একজন ট্রাক প্রতীকের সমর্থকের ছেলে।

ছেলেটির উপর ইচ্ছাকৃত চা ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি ডাহা মিথ্যা, সাজানো নাটক। এই যুগে বাচ্চার গায়ে গরম পানি ঢালবে এটা অসম্ভব। যেহেতু তার বাবা-মা ট্রাকের সমর্থক তাই তারা মিথ্যা অভিযোগ করছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পুরো ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102