May 8, 2024, 11:29 pm
ব্রেকিং নিউজ

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থী রানীর উপর হামলার অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, December 23, 2023
  • 42 দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি:
রংপুর সদর আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী হামলার শিকার হয়েছেন। জাতীয় পার্টির (জাপা) কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন রানী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের দেওডোবা বড়বাড়ি মরিচটারি এলাকায় হামলার এ ঘটনা ঘটে। তবে জাতীয় পার্টি হামলার অভিযোগ অস্বীকার করেছে।
আনোয়ারা ইসলাম রানী অভিযোগ করে জানান, প্রতীক বরাদ্দের পর থেকে আমি নিয়ম মেনে প্রচার-প্রচারণা করে আসছি। শুক্রবার বিকেল থেকে ১৪ ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করে সন্ধ্যায় মরিচটারি মোড়ে এলে দুই থেকে আড়াইশ মানুষ আমাকে দেখতে ঘিরে ধরে। তাদের সঙ্গে কথা বলার সময় জাতীয় পার্টির কয়েকজন কর্মী-সমর্থক আমার হাতে থাকা হ্যান্ড মাইক কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দেওয়া শুরু করে। এরপর তারা গালিগালাজ করে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।

তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিক মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে।

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা এ ধরণের খবর এখন পর্যন্ত পাইনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102