May 9, 2024, 4:26 pm
ব্রেকিং নিউজ

নাটোরের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস আর নেই

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, August 30, 2023
  • 60 দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর সহচর অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার ব্যক্তিগত সহকারী ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।ইব্রাহিম জানান, শ্বাসকষ্টজনিত কারণে সংসদ সদস্য আব্দুল কুদ্দুসকে গত ২৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।

আজ সকালে লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে নেওয়ার কথা থাকলেও অক্সিজেনের মাত্রা কম থাকায় নেওয়া সম্ভব হয়নি।

পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরেই শ্বাষকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টানা সাতবার দলীয় মনোনয়ন পেয়েছিলেন এবং পাঁচবার নির্বাচিত হয়েছেন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বর্তমানে দ্বিতীয়বারের মতো নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102