May 18, 2024, 4:28 pm
ব্রেকিং নিউজ

কেএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণঃ করেন মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, July 30, 2023
  • 58 দেখা হয়েছে

ইমরান মোল্লা:

আজ ৩০ জুলাই রবিবার দুপুর ১.৩০ ঘটিকায় মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা নিকট হতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেএমপি কমিশনারের দায়িত্বভার গ্রহণ করলেন মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা

নবাগত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা পুলিশ কমিশনারের কার্যালয়ে বিদায়ী পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা‘কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর রীতি অনুযায়ী বিদায়ী পুলিশ কমিশনার দায়িত্বভার হস্তান্তর এবং নবাগত পুলিশ কমিশনার দায়িত্বভার গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়।

দায়িত্বভার গ্রহণ করে নবাগত পুলিশ কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102