May 18, 2024, 10:40 am
ব্রেকিং নিউজ

কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগায়ে সৌদির খেজুর

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, May 4, 2023
  • 120 দেখা হয়েছে

মনির হোসেন:

খেজুর বা খুরমা মানেই সৌদি আরব বা মরু অঞ্চলের ফল। মরুভূমিতেই এর চাষ হয়। বাংলাদেশে এ ফলের চাষ অনেকের কাছে অবাস্তব। কিন্তু কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠের দক্ষিণ পশ্চিম পাশে ৪টি খেজুর গাছের মধ্যে ৩টি গাছে ভালো ফলন আসায় এই অবাস্তবকেই বাস্তবে পরিণত করেছে কুমিল্লার ঠাকুরপাড়ার মোজাম্মেল আলম।

কুমিল্লা সিটি কর্পোরেশনের সূত্রে জানা যায়,কুমিল্লার ঠাকুরপাড়ার মোজাম্মেল আলমের নিজ উদ্যোগে কুমিল্লায় ফলিয়েছেন উত্তপ্ত আবহাওয়ার দেশ সৌদি আরবের খেজুর। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে এই খেজুরের গাছ রোপন করেন ।No description available.

সরেজমিনে দেখা গেছে,কুমিল্লা কেন্দ্রীয় ঈদগায়ে যারা সকাল,বিকেল ও রাতে খেলেতে বা হাটতে আসেন তাদের চোখের নজরে পরছে এ সব খেজুর গাছ। খেজুর গাছে ভালো ফলন আসায় অনেকে এই খেজুর গাছের সাথে সেলফি তোলে সামাজিক যোগোমাধ্যেমে(ফেইসবুকে) প্রচার করতে দেখা গেছে।
ঈদগায়ে দক্ষিণ পশ্চিম পাশে ৪টি গাছ সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। এই গাছ দেখলে মনে হবে খেজুর চাষে সত্যিই এক অসম্ভব কর্মযজ্ঞের প্রমাণ দিয়েছেন কুমিল্লার ঠাকুরপাড়ার মোজাম্মেল আলম।No description available.

নিউজ ২৪ কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক হুমায়ূন কবীর জীবন বলেন,কুমিল্লা কেন্দ্রীয় ঈদগায়ে খেজুর গাছের খেজুর গুলো দেখে খুব ভালো লেগেছে,গাছে খেজুর দেখে খেজুরে সাথে মোবাইল দিয়ে সেলফি তোলে ফেইসবুকে পোস্ট করব। তিনি বলেন,প্রতিটি গাছেই থোকায় থোকায় ধরেছে খেজুর। এই খেজুর দেখে সত্যই ভালো লাগছে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগায়ে মাঠের চার পাশে এই খেজুর গাছ গুলো লাগালে অনেক সুন্দুর দেখা যাবে। No description available.

কুমিল্লা ইনভেস্টমেন্ট ফোরামে সভাপতি কৃষিবিদ মেজবাহ উদ্দিন জাহেদ(শাহিন ) বলেন,কুমিল্লা কেন্দ্রীয় ঈদগায়ে খেজুর গাছ গুলো দেখে মনে হচ্ছে খুব ভালো জাতের খেজুর গাছ।খেজুরগুলো গোলাকার। ৩টি গাছে যে পরিমাণ খেজুর এখন ধরেছে, নষ্ট না হলে এগুলোর বাজারে ভালো মূল্যে বিক্রি করা যাবে। এখন এই গাছগুলোর নিয়মিত পরিচর্যা করলে প্রতি বছরে ভালা ফলন হবে। তিনি বলেন, আমাদের দেশে খেজুরের চাহিদা রয়েছে ৩০ হাজার টন। বিশাল এই চাহিদাকে অনেকাংশই পূরণ করতে পারি দেশে খেজুর গাছের চাষ করে।‘সৌদি জাতের খেজুরগাছগুলো সাধারণত আমাদের দেশের মাটির উপযোগী হয় না। হলেও সফলতার হার কম। এখন খেজুরগাছে ফল আসা মানে সফলতা বলা যায়।No description available.

ঈদগায়ে হাটতে আসা কোহিনুর আক্তার বলেন,কুমিল্লা কেন্দ্রীয় ঈদগায়ে‘সৌদির খেজুর ধরিছে গাছে, এটা আল্লাহর রহমত। যে খেজুর সৌদিতে ধরে, সেইটা আমাদের কেন্দ্রীয় ঈদগায়ে মাঠের দক্ষিণ পাশে খেজুর গাছ গুলো দেখে খুব ভালো লাগছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102