May 18, 2024, 9:43 am
ব্রেকিং নিউজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লার চার সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, May 3, 2023
  • 77 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চার সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করেছে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদ।বুধবার (৩ মে) বিকেলে কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় স্থানীয় একটি দৈনিক পত্রিকা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।কোন বিবরণ উপলভ্য নেই।

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ,দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,  দৈনিক আমাদের কুমিল্লার নির্বাহী সম্পাদক শাহজাদা এমরান ও নিউজ ২৪ টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন।কোন বিবরণ উপলভ্য নেই।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন,কোন বিবরণ উপলভ্য নেই।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা,কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান,কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন,কোন বিবরণ উপলভ্য নেই।

দৈনিক সমাজ কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী,দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন কনক,সমতটের কাগজ পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন জামাল,দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আবদুর রহমান,কলামিস্ট ডাঃ আবদুল আউয়াল,নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন,পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর সমন্বয়ক ইমাম হোসাইন, সুজন কুমিল্লার যুগ্ন সাধারণ সম্পাদক শাহানা হক ।কোন বিবরণ উপলভ্য নেই।

সভার শুরুতে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। আলোচনা সভায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে- অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত বাধা গ্রস্থ করে এমন আইন থাকা উচিত নয়।কোন বিবরণ উপলভ্য নেই।

সারাদেশে নিহত, আহত ও অসুস্থ্য সাংবাদিকদের জন্যে এবং সাংবাদিকদের প্রয়াত মা বাবার জন্যে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মাওলানা আবু হানিফ।কোন বিবরণ উপলভ্য নেই।

বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।আইনটির প্রয়োগই অপপ্রয়োগের জায়গায় চলে গেছে বলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে। আইনটি বাতিল না করলেও আইনটির এমন সংশোধন প্রয়োজন, যাতে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশ বাধাগ্রস্ত না হয়।কোন বিবরণ উপলভ্য নেই।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102