May 18, 2024, 12:30 pm
ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে কুমিল্লার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, May 2, 2023
  • 48 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর, চট্টগ্রাম উদ্যোগে এবং আঞ্চলিক তথ্য অফিস, কুমিল্লার সহযোগিতায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মে) মতবিনিময় সভায় তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার,পিআইডি চট্টগ্রাম মীর হোসেন আহসানুল কবীরএর সভাপতিত্বে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা অতিরিক্তপুলিশ সুপার কাজী মো: মতিউর ইসলাম উপস্থিত ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বিশেষ উগ্যোগ:প্রেক্ষিত আশ্রয়ণ প্রকল্প(কুমিল্লা) বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন অতিনিক্তি জেলা প্রশাসক(রাজস্ব) মো.কাবিরুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তৃতাকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। উন্নয়ন বিষয়ে জনগণকে অবহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তিনি স্থানীয় গণমাধ্যমের আন্তরিক সহায়তা কামনা করেন।
তিনি বলেন, এ সরকারের শাসনামলে দেশের আমুল পরিবর্তন হয়েছে। ডিজিটালাইজেশনের ফলে গ্রামের মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ পরিবর্তন হয়েছে।
সভায় ১০টি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এসব কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে তথ্য অধিদফতর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করায় গণমাধ্যমের প্রতিনিধিগণ ধন্যবাদ জানান।

 

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102