May 18, 2024, 10:58 am
ব্রেকিং নিউজ

কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষ, ৬ কোচ লাইনচ্যুত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, April 16, 2023
  • 71 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে লাইনচ্যুত হয়েছে।রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে ট্রেনের ইঞ্জিন ও ৬টি কোচ লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোনার বাংলা ট্রেনটি হাসানপুর স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ে। রাত ১২টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা ছিল। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে পাঁচ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ার পর কেবল ঢাকার বিমানবন্দর স্টেশনে থামে।

তিনি আরও বলেন, সোনার বাংলা এক্সপ্রেসের পর ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় মেঘনা এক্সপ্রেস। দুর্ঘটনার কারণে সেটি ফেনীতে আটকা পড়ে আছে। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছার কথা ছিল। দুর্ঘটনার কারণে এ ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় আটকা পড়ে আছে। দুর্ঘটনার কবলে পড়া বগি লাইন থেকে সরানোর পর এ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ সন্ধ্যা পৌনে ৭টার দিকে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে গেছে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102