May 17, 2024, 9:32 am
ব্রেকিং নিউজ

মুচলেকায় জামিন পেলেন মাদানী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, March 30, 2023
  • 80 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
ভবিষ্যতে ওয়াজ মাহফিলে রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মন্তব্য ও উস্কানিমুলক বক্তব্য দেবেন না- এমন মুচলেকায় জামিন পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী।

ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় তাকে বুধবার শর্ত সাপেক্ষে এ জামিন দেয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

জামিনের এ আদেশের ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে মাদানীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী উস্কানিমুলক বক্তব্যের অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থেকে আটক করা হয়। পরদিন গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে গাজীপুরে বাসন থানা, রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় আরও তিনটি মামলা হয়।

অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা দেশ রূপান্তরকে বলেন, ‘গত জানুয়ারির শেষ সপ্তাহে তার পক্ষে একটি মুচলেকা দিয়েছিলাম। তাতে ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে তিনি রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মন্তব্য ও উস্কানিমুলক কথা বলবেন না বলে উল্লেখ করেন। এর ভিত্তিতে হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। তার নামে আর কোনো মামলা নেই, তাই তার কারামুক্তিতে কোনো বাধা নেই।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন আহমেদ খান বলেন, ‘মুচলেকায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102