May 8, 2024, 2:07 am
ব্রেকিং নিউজ

ইংল্যান্ডকে হারিয়ে যা বললেন অধিনায়ক তামিম

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, March 6, 2023
  • 60 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় ২৪৬ রান করে ৫০ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ।

সোমবার চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, সিরিজ হেরে আমরা হাতাশ ছিলাম। আজকে আমরা জয়ের জন্য উন্মুখ ছিলাম। আমরা চেয়ে ছিলাম জয়ে শেষ করতে।

প্রতিপক্ষ ইংল্যান্ড নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম বলেন, ইংল্যান্ডের প্রশংসা করতে হবে, তারা যেভাবে খেলেছে। পুরো সিরিজে আদিল রশিদ দুর্দান্ত পারফর্ম করেছেন।

২৪৬ রান করে বাংলাদেশ জয় পায় ৫০ রানে। তবে এই ম্যাচে রান তুলনামূলক কম হয়েছে জানিয়ে তামিম বলেন, আমাদের ২৭০-২৮০ রান করা উচিত ছিল। তবে রান কম করলেও আমাদের বোলিংয়ের কারণে ম্যাচ জয় সম্ভব হয়েছে।

ম্যাচ জিতলেও উন্নতির অনেক জায়গা রয়েছে জানিয়ে তামিম বলেন, আমাদের এখনও উন্নতির অনেক জায়গা আছে। ওয়ানডেতে একটি ভাল দল হিসেবে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমাদের বিদেশের মাঠেও জয়ের অভ্যাগ গড়তে হবে।

হারলে হোয়াইটওয়াশ। জিতলে সিরিজে ভাগ বসানোর সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে সাকিব (৭৫), মুশফিকুর রহিম (৭০), নাজমুল হোসেন শান্তর (৫৩) ফিফটিতে ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। বিনা উইকেটে ৫৪ রান করা দলটি এরপর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। জেমস ভিন্স ও স্যাম কারান চতুর্থ উইকেটে ৮১ বলে ৪৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102