May 4, 2024, 7:15 am
ব্রেকিং নিউজ

বরিশালে শ্রমিক লাঞ্ছনার জের ধরে সড়ক অবরোধ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, March 3, 2023
  • 68 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার দুই শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির কর্মচারীদের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০টার দিকে বাস টার্মিনাল এলাকায় অটোরিক্সা রাখতে না দেওয়াকে কেন্দ্র করে দুই অটোরিক্সা শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধরের জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়। এ সময় অটো শ্রমিকরা রূপাতলী টার্মিনালের মূল সড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শ্রমিকরা জানায়, সকালে রূপাতলী টার্মিনালের পাশে অটোরিক্সা রাখা নিয়ে অটো শ্রমিক শাওন ও আবদুল্লাকে মারধর করে বাস মালিক সমিতির পোষ্য কর্মচারীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে সকাল ১১টার দিকে রূপাতলীর মূল সড়ক অবরোধ করে অটোরিক্সা শ্রমিকরা। এতে জনদুর্ভোগ হয়।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102