May 18, 2024, 12:31 pm
ব্রেকিং নিউজ

বরিশালে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, February 11, 2023
  • 68 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:
বরিশালে পঞ্চসিড়ি গ্রুপ থিয়েটারের ব্যবহৃত গনপূর্ত বিভাগের পুলিশ বিভাগ জোরপূর্বক ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সাংস্কৃতিক কর্মীরা।

বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আবৃত্তি সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন, দক্ষিণাঞ্চল যাত্রা শিল্পী পরিষদ ও নজরুল সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, নজরুল ইসলাম চুন্নু, আজমল হোসেন লাবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, দেবাশীষ চক্রবর্তী ও মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নগরীর বিউটি রোডে গনপূর্ত বিভাগের অনুমোদিত জায়গায় পঞ্চসিড়ি গ্রুপ থিয়েটারের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। কোন ধরনের পূর্ব নোটিশ কিংবা বরাদ্দ ছাড়াই সম্প্রতি জেলা পুলিশ পঞ্চসিড়ি গ্রুপ থিয়েটারের কার্যালয় দখল করে। এ সময় তারা গ্রুপ থিয়েটারের সকল মালামাল ফেলে দেয়। বক্তারা জেলা পুলিশের অবৈধ দখল উচ্ছেদ এবং পঞ্চসিড়ি গ্রুপ থিয়েটার কার্যালয় পুননির্মান করে দেয়ার দাবী জানান। সমাবেশ শেষে একই দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102