May 18, 2024, 9:14 pm
ব্রেকিং নিউজ

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসারের বিরুদ্ধে মহিলা মেম্বারের অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, February 9, 2023
  • 101 দেখা হয়েছে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপির বিরুদ্ধে স্থানীয় মহিলা ইউপি সদস্যের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী মহিলা ইউপি সদস্য নওগাঁ জেলা প্রশাসক, নওগাঁ সিভিল সার্জন ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচুপুর উইনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. পিয়ারা বেগম গত ১৮ জানুয়ারী একজন মহিলা রোগীকে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে যান। এ সময় গাইনি চিকিৎসক হাসপাতালে না থাকার বিষয় জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি ওই ইউপি সদস্যকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। গাইনী চিকিৎসকের কাজ ডা. রোখসানা হ্যাপি নিজেই করেন। তিনি প্রায়ই সময় হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারী ক্লিনিকগুলোতে চিকিৎসা দিতে ব্যস্ত থাকেন। পরবর্তীতে গত ২১ জানুয়ারি ওই মহিলা ইউপি সদস্য পিয়ারা বেগম নিজের চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ডা. রোকসানা হ্যাপি পিয়ারা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গলা ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন।
এ ব্যাপরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপিকে তার মোবাইলে ফোন করলে তিনি মোবাইল ফোনে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে এবং এ কমিটিকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102