May 3, 2024, 2:41 am
ব্রেকিং নিউজ

আত্রাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসলো ৬৯০ পরীক্ষার্থী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, December 30, 2022
  • 76 দেখা হয়েছে

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসলো ৬৯০ শিক্ষার্থী। অনুপস্থিত রইলো ১ ছেলে ৩ মেয়ে। করোনা মহামারির কারনে ২ হাজা বিশ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ হয়ে যায়। এতে বন্ধ থাকে বৃত্তি প্রদান কার্যক্রম। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক ধরনের শঙ্কা তৈরি হয়। যেকারণে চলতি বছরের শেষ সময়ে এসে শিক্ষার্থীদের ২০ শতাংশ হারে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শত প্রতিকুলতা কাটিয়ে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করে।
আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান বলেন, শেষ সময়ে এসে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে ছেলে -মেয়েদের মাঝে সস্তি বিরাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বলেন , মনোরম পরিবেশে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা দিতে পারায় শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আনন্দ লক্ষ করা যাচ্ছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102