May 1, 2024, 11:37 pm
ব্রেকিং নিউজ

পদ্মার ভাঙনের হুমকিতে চকরাজাপুর হাইস্কুল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 26, 2022
  • 65 দেখা হয়েছে

বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘায় অসময়ে পদ্মার ভাঙনে আবারো হুমকির মুখে পড়েছে চকরাজাপুর হাইস্কুল। পদ্মার ভাঙন থেকে ৫০ মিটার দূরে রয়েছে স্কুলটি। যে কোনো সময় পদ্মার গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়া অসময়ে পদ্মার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন চরবাসী।জানা যায়, চার সপ্তাহের ব্যবধানে চকরাজাপুরচরের শতাধিক বাড়িঘর ও শত শত বিঘা জমিতে রোপণ করা আমবাগান, কুলবাগান, পেয়ারাবাগান, শাকসবজিসহ বিভিন্ন ফসলি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে।

স্কুলটি ১৯৭৮ সালে স্থাপিত হয়েছে। এর মধ্যে ১৯৯৮ সালে, ২০১২ সালে ও ২০১৮ সালে স্থানান্তর করা হয়।

চকরাজাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, এই স্কুলে মোট শিক্ষার্থী রয়েছে ৫৩৭ জন। পদ্মা নদী ভাঙতে ভাঙতে স্কুলভবনের কাছে চলে এসেছে। স্কুলের ৩ কক্ষবিশিষ্ট ভবন ও টিনের ৮ কক্ষ পদ্মার ভাঙন থেকে ৫০ মিটার দূরে অবস্থান করছে। বিষয়টি প্রশাসনিক কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে চকরাজাপুর স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজিজুল আযম বলেন, ভাঙনের কথা কি বলব রে ভাই, গত বর্ষায় আমার বাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে আমার বাড়ি অন্যত্রে সরিয়ে নিয়েছি। অসময়ে ব্যাপকভাবে ভাঙতে শুরু করেছে।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম মনোয়ার বাবলু দেওয়ান বলেন, অসময়ে ভাঙনের কারণে চকরাজাপুর, কালিদাসখালী, লক্ষ্মীনগর মৌজার চিহ্ন হারিয়ে গেছে। বর্তমানে এগুলোর স্থান বলতে কিছু নেই। সম্পূর্ণটা নদীগর্ভে চলে গেছে। তবে স্কুল ভবনটি স্থানান্তর না করলে অসময়ের ভাঙনে যে কোনো সময় নদীগর্ভে চলে যাবে। বর্তমানে ভবনটি হুমকির মধ্যে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, অসময়ে নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছি। পরিস্থিতি বুঝে স্কুলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102