May 19, 2024, 8:28 am
ব্রেকিং নিউজ

২০ ওভারের আগেই নেই ৬ উইকেট, টাইগারদের ব্যাটিং বিপর্যয় 

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, December 7, 2022
  • 72 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :
২০ ওভার শেষ না হতেই ৬ উইকেট পড়ে গেছে বাংলাদেশের। সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছেন লিটন দাসরা।

ভারতের বোলার ওয়াশিংট সুন্দর একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দ্রুত তিন উইকেট তুলে নিয়েছেন তিনি।

পরপর দুই বলে মুশফিকুর রহিম ও আফিফ হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের বিপদটা বাড়ান এই অফ ব্রেক বোলার। এর আগে সাকিবের উইকেটও বগলদাবা করেন তিনি।

১৯ তম ওভারের পঞ্চম বলে পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় লেগ স্লিপে ধরা পড়েন মুশফিক। পরের বলেই শরীরের খুব কাছের বল কাট করার চেষ্টায় বোল্ড হয়ে গেলেন আফিফ হোসেন।

ক্যাচের জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় ভারত। রিপ্লেতে দেখা যায় মুশফিকের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল বল। ঝাঁপিয়ে মুঠোয় জমানোতেও কোনো ভুল করেননি শিখর ধাওয়ান।

অফ স্পিনারের আর্ম বল বুঝতেই পারেননি আফিফ। শরীরের খুব কাছের বলে কাট করার চেষ্টা করেন তিনি। একটু নিচু হয়ে যাওয়া বলের নাগাল পাননি, উপড়ে যায় অফ স্টাম্প।

এর আগে ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ করতে গিয়ে খাড়া ওপরে তুলেছিলেন সাকিব। উইকেটের পেছনে আরেকটু হলেই সংঘর্ষ হয়ে যেত শিখর ধাওয়ান ও মোহাম্মদ সিরাজের। সেটি হয়নি, সাকিবকে ফিরতে হয়েছে ২০ বলে ৮ রান করে।

১৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৬৯। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102