May 17, 2024, 3:10 am
ব্রেকিং নিউজ

জাবিতে ১২তম প্রজাপতি মেলা শুরু হচ্ছে শুক্রবার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, November 30, 2022
  • 76 দেখা হয়েছে

জাবি প্রতিনিধি:
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এ স্লোগানকে সামনে রেখে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রজাপতি মেলা-২০২২’ অনুষ্ঠিত হবে শুক্রবার (২ ডিসেম্বর)।

বুধবার (২৯ নভেম্বর) মেলার আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।প্রতিবছরের মতো এবারের মেলায় থাকবে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, বারোয়ারী বিতর্ক, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ।

 

প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২২’ দেওয়া হবে তরুণপল্লব সংগঠনকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাসকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২২’ এওয়ার্ড প্রদান করা হবে বলে জানান অধ্যাপক মনোয়ার হোসেন।

 

এছাড়াও এবারের প্রজাপতি মেলার ১২তম আয়োজন উপলক্ষে, প্রজাপতি লার্ভা ও প্রজাপতি নির্ভর গাছপালার তথ্য চিত্র নিয়ে একটি প্যাম্পলেট প্রকাশিত হবে। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা প্রজাপতি এবং এ নির্ভর গাছপালা স্থান পাবে।

এবারে মেলায় ৫০-৬০ ধরনের প্রজাপতি খাকবে উল্লেখ করে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘এবারের প্রজাপতি অন্য সময়ের তুলনায় কিছুটা কম। তাই আমরা ভিন্নভাবে একে জনপ্রিয় করে তোলার চেষ্টা করছি। প্রজাপতি পরিবেশে পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এ ব্যাপারে আমাদের সচেতনতা অনেক কম। আমরা চাইছি প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের জায়গাটা তুলে ধরার জন্য।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102