May 19, 2024, 12:38 am
ব্রেকিং নিউজ

জার্মানিদের হারিয়ে গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, November 24, 2022
  • 78 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দেশকে আনন্দ-উল্লাসে ভাসিয়েছেন জাপানি ফুটবলাররা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছেন তারা।
এত উল্লাস ও আনন্দের মাঝেও ম্যাচ শেষে গ্যালারির ময়লা-আবর্জনা পরিষ্কার করতে ভোলেননি জাপানি সমর্থকরা। তাদের এমন স্বেচ্ছাসেবি কাজের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিকমাধ্যমে।

বিবিসিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারির ময়লা পরিষ্কার করেছেন কয়েকজন জাপানি নাগরিক। পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট পরিচ্ছন্নের সময় পাওয়া গেছে জার্মানিদের পতাকাও। জাপানের কাছে ২-১ গোলে হেরে হতাশ সমর্থকরা ফেলে গেছেন এসব।

জাপানি এক নাগরিক বিবিসিকে বলেন, কোনো স্থান পরিষ্কার না করে আমরা সেখান থেকে চলে আসতে পারি না। এটি আমাদের শিক্ষার একটি অংশ, প্রতিদিনের জানার বিষয়ও।

এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গত ২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডরের ম্যাচেও উপস্থিত ছিলেন কিছু জাপানি দর্শক। সেদিনও তারা ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে আলোচনায় আসেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102