May 16, 2024, 10:02 pm
ব্রেকিং নিউজ

যশোরে বিজিবি নায়েকের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, November 13, 2022
  • 87 দেখা হয়েছে

যশোর প্রতিনিধি:
মোটরসাইকেল আটকে রেখে ৩০ হাজার টাকা ঘুষ দাবি ও ক্রসফায়ারের ভয় দেখানোর অভিযোগে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) নায়েক রায়হানের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। দেড় মাস আগের ঘটনাকে কেন্দ্র করে রোববার বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের লিটন নামে এক প্রাইভেটকার চালক বাদী হয়ে এ মামলা করেছেন। অভিযুক্ত নায়েক রায়হান ৪৯ ডি বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্য।
বাদী মামলায় উল্লেখ করেছেন, তিনি একজন প্রাইভেটকার চালক। গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে এলাকার শিকড়ি মালিপোতা গ্রামের বাসিন্দা গ্যারেজ মিস্ত্রি মোস্তাকিমকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য লিটনের নিজস্ব অ্যাপাচি মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে শিকড়ি বটতলায় পৌঁছানোমাত্র বিজিবির নায়েক রায়হান তল্লাশি চেকপোস্ট বসিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। ওইসময় লিটনের কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট এবং মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। কিছুক্ষণ পরে গ্যারেজ মিস্ত্রি মোস্তাকিমকে ছেড়ে দিলেও লিটনকে আটকে রাখেন। কিছু সময় পরে মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন রেখে লিটনকে ছেড়ে দিয়ে পরে যেতে বলেন। এরপর গত ৩ অক্টোবর সেখানে যান লিটন। সেদিন শুধু মোবাইল ফোন দু’টি ফেরত দিলেও মোটরসাইকেলটি রেখে দেন। ১৫ দিন পর আবারও দেখা করতে বলেন লিটনকে। ওইসময় তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন নায়েক রায়হান। টাকা দিতে অস্বীকার করায় লিটনকে সোনার বার, অস্ত্র অথবা মাদক দিয়ে মামলা দেওয়ার ভয় দেখানো হয় বলে দাবি করেন তিনি। এক সপ্তাহ পরে আবারও গেলে মোটরসাইকেলটি কাস্টমসে জমা দেওয়ার কথা জানান রায়হান। এরপর রোববার মামলা করেন তিনি।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশ আদেশ দিয়েছেন।
এ ব্যাপারে নায়েক রায়হান বলেছেন, লিটন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ২৯ সেপ্টেম্বর রাতে লিটন ইয়াবা নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ওই মালামাল কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়। এরপর থেকেই লিটন তাকে নানাভাবে হয়রানি করছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102