May 16, 2024, 5:16 pm
ব্রেকিং নিউজ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা কর্তৃক শিল্প সংক্রান্ত মামলা’র আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, November 12, 2022
  • 88 দেখা হয়েছে

 

ইমরান মোল্লা (স্টাফ রিপোর্টার)খুলনা:

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ‘মেসার্স নর্থ খুলনা ব্রিকস’ (এন.কে.বি), এ কর্মরত শ্রমিক মাসুদ রানা (১৯), পিতা- সালাম শেখ, সাং+ থানা-বেনাপোল, জেলা – যশোর এর উপর হামলা করে জখম করার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার মোবাইল টিম ঘটনাস্থলে যান। গিয়ে ফ্যাক্টরী কর্তৃপক্ষের সহযোগিতায় আই পি-৬ খুলনার মোবাইল টিম মারপিটে জড়িত একজনকে পুলিশ হেফাজতে নেয়। ধৃত আসামী ১। রিয়াজ@রিয়াদ (২৫), পিতা-খোকন শেখ, সাং- শৈলমারী, থানা- বটিয়াঘাটা, জেলা- খুলনা। উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র ফ্যাক্টরীর ম্যানেজার জ্যোতির্ময় বিশ্বাস বাদী হয়ে ধৃত আসামি সহ বটিয়াঘাটা থানায় হাজির হইয়া এজাহারনামীয় নয় (৯) জন সহ অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যাহা বটিয়াঘাটা থানার মামলা নং-৫/১৫৮, তাং-১২/১১/২০২২ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/১১৪ পেনালকোড-১৮৬০। আই.পি-৬, খুলনা অত্র ইউনিটের আওতাধীন শিল্পএলাকার শিল্প সংক্রান্ত সকল মামলা তদন্ত করে থাকেন। এর’ই ধারাবাহিকতায় সুযোগ্য পুলিশ সুপার কানাই লাল সরকার মহোদয় এর নির্দেশক্রমে ইনচার্জ সাবজোন-০১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ মোঃ জাহাঙ্গীর হোসেন এর উপর উক্ত মামলার তদন্তভার অর্পন করেন।অত্র মামলার অন্যান্য আসামী গ্রেফতারের চেষ্টা সহ আইনানুগ সকল কার্যক্রম অব্যাহত আছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102