May 16, 2024, 2:40 pm
ব্রেকিং নিউজ

ডিসেম্বরে স্পেনে ডিবেটিং চ্যাম্পিয়নশিপে যাওয়ার কথা ছিল ফারদিনের

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, November 8, 2022
  • 82 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
‘খুনের শিকার’ বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশের আগামী মাসে (ডিসেম্বর) স্পেনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ডিবেটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তার বাবা নূর উদ্দিন রানা। খবর-যুগান্তর।

তিন দিন নিখোঁজ থাকার পর গতকাল (সোমবার) বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌপুলিশ।আজ (মঙ্গলবার) দুপুরে বুয়েটের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন ফারদিন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন।

ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বলেন, ‘ডিবেটিংয়ে ফারদিন খুব ভালো ছিল। তার পাসপোর্ট রেডি হয়েছে, ডিবেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য ডিসেম্বরে স্পেন যাওয়ার কথা ছিল৷’

ফারদিন পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102