May 16, 2024, 6:17 pm
ব্রেকিং নিউজ

ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, October 30, 2022
  • 83 দেখা হয়েছে

 

ইমরান মোল্লা ,স্টাফ রিপোর্টার:

রবিবার ৩০ অক্টোবর বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করা এক বাংলাদেশী জেলেকে উদ্ধার কোরে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলের নাম আনোয়ার হোসেন এবং সে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বাসিন্দা।

তারা ২১ জেল সহ গত ২০ অক্টোবর নুরাবাদ ঘাট, ভোলা থেকে সমুদ্রে গমন করে পরে তারা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং ২২ অক্টোবর তাদের ফিশিং বোটটি ডুবে গেলে সে বোটের ফ্লোট ধরে প্রায় সাত দিন যাবৎ সমুদ্রে ভেসে ছিল এবং উক্ত সময়ে তার সাথে আর ২০ জন সঙ্গী জেলেরা সমুদ্রে হারিয়ে যায়, যারা এখন পযন্ত নিখোঁজ আছে। পরবর্তীতে একটি ভারতীয় ফিসিং ট্রলার তাকে উদ্ধার করে ২৯ অক্টোবর ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করে।

এরই ধারাবাহিকতায় ভারতীয় কোস্ট গার্ড ৩০ অক্টোবর রবিবার সকাল ১০৪৫ মিনিটের সময় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা এর নিকট হস্তান্তর করে। বর্তমানে সে শারিরীকভাবে সুস্থ আছে। এবং বাকি জেলার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বার্থ মংলা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোংলা এর মাধ্যমে তার স্বজনদের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102