May 9, 2024, 12:35 pm
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 26, 2022
  • 81 দেখা হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের খানের আগমনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির বিবদমান ২ গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার একটি কমিউনিটি সেন্টার ও কলেজ রোডে ঘোষিত কর্মসূচির ২শ গজের ভেতরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ জারি করা হয়।

এই বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, যেহেতু বিএনপির ২টি গ্রুপ একই জায়গায় কর্মসূচি দিয়েছে সেহেতু আইন শৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ বাগান বাড়ি কমিউনিটি সেন্টার ও কলেজে রোডস্থ ২ শত গজের ভিতরে বলবত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জেলা বিএনপির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের নেতৃত্বে কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে তার প্রয়াত পিতা দিরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস শহিদ চৌধুরীর স্মরণ সভার আহবান করে।

পূর্বনির্ধারিত স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আসার কথা বলে পাবেল গ্রুপ প্রচারণা চালায়। এই সংবাদে সাবেক সংসদ ও জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সমর্থকরা কোনো কমিটিকে না জানিয়ে জরুরি কর্মীসভা করে একই স্থানে পাল্টা কর্মসূচির ডাক দেন। ফলে নাছির চৌধুরীর সমর্থকদের তোপের মুখে পড়ে পাবেল গ্রুপ।

একই স্থানে কেন্দ্রীয় বিএনপি নেতার কর্মসূচিকে ঘিরে নাছির চৌধুরীর সমর্থক ও পাবেল গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

বুধবার সকাল থেকেই উভয় গ্রুপের সমর্থকরা উপজেলা সদরে আসতে দেখা যায়। কিন্তু তাহির রায়হান চৌধুরী পাবেল সমর্থকরা বিকল্প রাস্তায় সভাস্থলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর নাছির চৌধুরীর সমর্থকরা বিএনপির কার্যালয়ে এবং পাবেল গ্রুপের সমর্থকরা তার আরামবাগের বাসায় অবস্থান নেয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102